Web devs, Use alias

একটা Meme আছে, “আপনারা যারা chattogram / chittagong না লিখে ctg লেখেন, তারা বেঁচে যাওয়া সময়টায় কী করেন?”

এই প্রশ্নের উত্তর যাই হোক, আমি কয়েক সেকেন্ড করে সময় বাঁচানোর আরেকটা উপায় বলি।

১। bash terminal / vscode এর টার্মিনালে সময় বাঁচানো

উইন্ডোজের C:\Program Files\Git\etc\ এ যান, সেখানে bash.bashrc নামের ফাইল থাকবে। অথবা everything সফটওয়্যারে bash.bashrc লিখে সার্চ দিন।

তারপর ফাইলের শুরুতেই নিচের লাইনগুলো অ্যাড করে দিন, তাহলে VSCode / Cursor এ npm run dev লেখা লাগবে না, nrd লিখলেই হবে। (nerd, haha) এভাবে বাকিগুলোও…

alias nrd=’npm run dev’

alias nrs=’npm start’

alias nrb=’npm run build’

alias nrp=’npm run preview’

২। গিট ব্যবহারে সময় বাঁচানো

টার্মিনালে নিচের কমান্ডগুলো লিখলেই হবে।

git config –global alias.co “checkout”

git config –global alias.br “branch”

git config –global alias.cm “commit”

git config –global alias.st “status”

তাহলেই git status না লিখে git st লিখলেই হবে।

git commit -m “initial commit” না লিখে

git cm -m “initial commit” লিখলেই হবে।

বিঃদ্রঃ আমি যেই aliasগুলো লিখেছি- তাই যে ব্যবহার করতে হবে, তা না। চাইলে alias এর অক্ষরগুলো নিচের ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *